
মাইলস্টোন কলেজের মাঠে প্রশিক্ষণ বিমানের ভয়াবহ দুর্ঘটনায় আমরা হারিয়েছি আমাদের ভাই, বোন, বাবা-মা আর শিক্ষকদের। এই শোক শুধু ব্যক্তিগত নয়, এটা গোটা জাতির হৃদয়ে রক্তক্ষরণ। এই ব্যথা আমাদের বুকের ভিতর জ্বলছে, আর এ সত্য আমরা চাপা দিতে দেব না।
যারা সত্য লুকাতে চায়, মুছে ফেলতে চায় ইতিহাস-তাদের জানিয়ে দিচ্ছি, এই প্রজন্ম আর চুপ থাকবে না। শোককে আমরা শক্তিতে রূপ দেব। আমরা নিজের চোখে দেখা সত্যই জাতির সামনে তুলে ধরবো। তাই সবার প্রতি অনুরোধ, দয়া করে এই সাইটে সঠিক তথ্য আপলোড করুন। সত্য গোপন নয়-জানানোই এখন দায়িত্ব।